সাক্ষ্য আইন-১৮৭২ - - -

আসসালামুআলাইকুম
আশাকরি আপনারা ভাল আছেন। এবার আলোচনা করবো সাক্ষ্য আইনের বইটি নিয়ে। আমরা জানি সাক্ষ্য আইন-১৮৭২ এ বিষয়টি বার কাউন্সিল পরীক্ষায় খুবই জরুরী কারণ এম.সি.কিউ পরীক্ষায় এ বিষয় থেকে ১৫টি প্রশ্ন, এবং লিখিত পরীক্ষায় ১৫ নাম্বারের জন্য ২টি প্রশ্ন থাকে যার মধ্যে ১টি বাধ্যতামূলক প্রশ্ন থাকে। অতএব পরীক্ষায় পাশের নাম্বারে এ সাক্ষ্য আইনটিকে কোন ভাবেই হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। এখন আসি এ বইটি কিভাবে শুরু করবেন।  সাক্ষ্য আইন কিন্তু দেওয়ানী ফৌজদারী সকল বিয়ষের সহায়ক আইন তাই সাক্ষ্য আইনটি আপনার কোর্টের জীবনের জন্যও খুবই প্রয়োজনীয়। আমি বরাবরে মত এবার ও বলবো পরিক্ষায় পাশ বা ভাল নম্বর পেতে চাইলে কোন সিলেবাস ফলো না করে গোটা  বইটি পড়ুন। সম্পূর্ণ বই আয়েত্বে আনার জন্য সচারচ যা বলি আপনি আগে এই বইটির সাথে পরিচিত হউন। এতে বইটি যেমন ছোট মনে হবে তেমনি আয়েত্বে আনতেও অনেক সহজ হবে। 


আপনি যদি কোন বিষয়টি আনতে চান তাহলে প্রথমেই সেই বিষয় সম্পর্কে ভাল ভাবে জানতে হবে। তাই আমি প্রথমেই আপনাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবো। আমি প্রথমেই বলেছি আমি নিজেই সাধারণ এক জন শিক্ষার্থী, তাই আমি আমার দৃষ্টি থেকে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন আমি প্রথমেই সাক্ষ্য আইন-১৮৭২ এর কতগুলো ধারা, অধ্যায় এবং খন্ড  আছে তা শিখে নিয়েছি। 


সাক্ষ্য আইন-১৮৭২
সাক্ষ্য আইন-১৮৭২ সালের আইন। সাক্ষ্য আইন ১৮৭২ প্রকাশিত হয় ১৮৭২ সালের ১৫ মার্চ এবং কার্যকর হয় ১৮৭২ সালের ১ সেপ্টেম্বর। এিেট ১৮৭২ সালের ১নম্বর আইন, এতে ১৬৭টি ধারা আছে। সাক্ষ্য আইন মুলত পদ্ধতিগত আইন। 

সূচিপত্রঃ
১। এক নজরে সাক্ষ্য আইন-১৮৭২
২।  গুরুত্বপূর্ণ ধারা সমূহঃ
৩। গুরুত্বপূর্ণ ধারা ও এর সংক্ষিপাত বর্ণনাঃ
৪। বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ টিকাঃ
৫। সাক্ষ্য আইন-১৮৭২ সহিত গুরুত্বপূর্ণ তামাদি সমূহঃ
৬। এক নজর দেখে নেই- 
৭। সাক্ষ্য আইন-১৮৭২


১। এক নজরে সাক্ষ্য আইন-১৮৭২
সাক্ষ্য আইন-১৮৭২ এ মোট ১৬৭টি ধারা যাহা ৩টি খন্ডে ১১টি অধ্যায়ের মধ্যে রয়েছে। 

১ম খন্ড- ঘটনার প্রাসঙ্গিকতা
১-২ অধ্যায়, ০১ থেকে ৫৫ ধারা পর্যন্ত। 
২য় খন্ড- প্রমাণ
৩-৬ অধ্যায়, ৫৬- থেকে ১০০ ধারা পর্যন্ত। 
৩য় খন্ড- সাক্ষ্য উপস্থাপন ও উহার ফল
৭-১১ অধ্যায়, ১০১ থেকে ১৬৭ ধারা পর্যন্ত। 
১ম খন্ড- ঘটনার প্রাসঙ্গিকতা
১ অধ্যায়-২ অধ্যায়, ০১ থেকে ৫৫ ধারা পর্যন্ত। 
২য় খন্ড- প্রমাণ
৩-৬ অধ্যায়, ৫৬- থেকে ১০০ ধারা পর্যন্ত। 
৩য় খন্ড- সাক্ষ্য উপস্থাপন ও উহার ফল
৭-১১ অধ্যায়, ১০১ থেকে ১৬৭ ধারা পর্যন্ত। 


২।  গুরুত্বপূর্ণ ধারা সমূহঃ

১১, ২৪, ২৬, ৩২, ৩৩, ৫৯, ৬১, ৬৩, ৭৪, ৭৫, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১১৪, ১১৫, ১৩৭, ১৩৮, ১৩৯, ১৪০, ১৪২, ১৪৫, ১৪৬, ১৫১, ১৫২, ১৫৫, ১৫৭, ১৫৯। 

৩। গুরুত্বপূর্ণ ধারা ও এর সংক্ষিপাত বর্ণনাঃ
ধারা-১৭ঃ স্বীকৃতি
ধারা-২৪ঃ প্রলোভন, ভীতি কিংবা প্রতিশ্রিুতি দ্বারা স্বীকারোক্তি আদায় করা হিইলে ফৌঃ মোকদ্দমায় যখন তাহা প্রাসঙ্গিক। 
ধারা-২৫ঃ আসামী পুলিশ হেফাজতে থাকাকালিন প্রদত্ব স্বীকারোক্তি তাহার বিরুদ্ধে প্রমান করা যাইবে না। 
ধারা-৩২ঃ যে লোক মৃত বা নিখোঁজ ইত্যাদি হইয়াছে প্রাসঙ্গিক ঘটনা সম্পের্ক
 তাহার বিবৃতি যেই সমস্ত ক্ষেত্রে প্রাসঙ্গিক।
ধারা-৩৩ঃ কোন সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির পরবর্তী মোকদ্দমায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা
ধারা-৫৯ঃ মৌখিক সাক্ষ্য কর্তৃক ঘটনার প্রমান
ধারা-৬১ঃ দলিলের বিষয়বস্তু প্রমাণ
ধারা-৬৩ঃ মাধ্যমিক সাক্ষ্য
ধারা-৭৪ঃ সরকারী দলিল
ধারা-৭৫ঃ বেসরকারী দলিল
ধারা-১০১ঃ প্রমাণের দায়িত্ব
ধারা-১০২ঃ প্রমাণের দায়িত্ব কাহার উপর বর্তায়
ধারা-১০৩ঃকোন নিদির্ষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব
ধারা-১০৪ঃ সাক্ষ্য গ্রহনযোগ্য করিবার জন্য যে ঘটনা প্রমাণ করিতে হইবে
ধারা-১০৫ঃ আসামীর মামলা যে ব্যতিক্রমের মধ্যে ধরা পড়ে তাহা প্রমাণের দায়িত্ব
ধারা-১০৬ঃ যে ঘটনা বিশেষ বিশেষভাবে কাহারও জানা থাকে তাহা প্রমাণের দায়িত্ব
ধারা-১১৪ঃ আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করিতে পারিবেন
ধারা-১১৫ঃ স্বীকৃতির বাধা
ধারা-১৩৭ঃ জবানবন্দী
ধারা-১৩৮ঃ সাক্ষ্য গ্রহণের ক্রম
ধারা-১৩৯ঃ দলিল দাখিলের জন্য আগত লোকের জেরা
ধারা-১৪০ঃ চরিত্র সম্পর্কে  সাক্ষী
ধারা-১৪২ঃ ইঙ্গিতপূর্ণ  প্রশ্ন যখন অবশ্যই করা যাইবে না
ধারা-১৪৫ঃ পূর্ববর্তী লিথিত বিবৃতি সম্পর্কে জেরা
ধারা-১৪৬ঃ জেরায় যেইসব প্রশ্ন আইনসম্মত
ধারা-১৫১ঃ অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন
ধারা-১৫২ঃ অপমান কিংবা উত্যক্ত করিবার উদ্দেশ্যমূলক প্রশ্ন
ধারা-১৫৫ঃ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা
ধারা-১৫৭ঃ একই ঘটনা সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যাইতে পারে
ধারা-১৫৯ঃ স্মৃতি পুনরুজ্জীবিত।

৪।ধারা ও বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ টিকাঃ
 আসছি শিগ্রই........ সাথে থাকুন

৫। সাক্ষ্য আইন-১৮৭২ সহিত গুরুত্বপূর্ণ তামাদি সমূহঃ
৬। এক নজর দেখে নেই- 
৭। সাক্ষ্য আইন-১৮৭২






কু ক আসছি শিগ্রই........ সাথে থাকুন

No comments:

Post a Comment