Drafting

নমুনা-অর্পিত সম্পত্তি অবমুক্তি সংক্রান্ত মোকদ্দমার মুসাবিদা


বিজ্ঞ সভাপতি অর্পিত সম্পত্তি অবমুক্তি সংক্রান্ত জেলা কমিটি, গাজীপুর
                                 অর্পিত সম্পত্তি প্রত্যর্পন মোকদ্দমা নং-------/২০১৩
          
১।  হাজেরা বেগম, স্বামী-কাজী মোঃ মোস্তফা, সাং- গাজীপুর, পোঃ-গাজীপুর,  থানা-সদর থানা, জেলা- গাজীপুর।     -------------বাদী 
বনাম
১। সহকারী কমিশনার (ভূমি), টঙ্গী, পোঃ+থানা-   
      টঙ্গী, জেলা-গাজীপুর     -------------বিবাদী

অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইনের ২০০১ (সংশোধিত ২০১১-
২০১২) এর ৯(ক)(১) ধারার বিধান মতে নিন্ম তফসিল 
বর্ণিত সম্পত্তি অবমুক্তির জন্য প্রার্থনা। 

বাদীপক্ষের বিনীত নিবেদন এই যে, 
১। যেহেতু নিু তপসিল বর্ণিত জেলা-সাবেক ঢাকা হালে গাজীপুর থানা-কালিগঞ্জ অধিন মৌজা-পৈরানপুর স্থিত এস.এ. ১৫০ নং খতিয়ানের এস.এ ২৪০দাগে ০.৪২ একর, এস.এ ২০৫ দাগে ০.৮১ একর কাত ০.৩৫ একর। এস.এ ৪৮১ দাগে ০.২২ একর, এস.এ ৫৪৬০ দাগে ০.৫০ একর সহ অন্যান্য সম্পত্তি মূল মালিক রাম মন্ডল ভোগদখলকার নিয়ত অবস্থায় দুই পুত্র গগন চন্দ্ন্ ও র চাঁন মন্ডলকে  রাখিয়া মৃত্যুবরণ করিলে তাহার হস্তবর্তী ওয়ারিশ হিসাবে ভোগদখলকার নিয়ত হন। অতঃপর  চন্দ্র মন্ডল ও গৌর দুই পুত্র মন্ডচন্দ্র ল ও ন্দ্র মন্ডলের নারিশী সম্পত্তি ভোগদখলকার নিয়ত অবস্থায় বিগত ২৪/০৩/৫৪ ইং তারিকে ২৩৮৯৯ নং দলিল মূলে সাবেক ৪৮৪১ দাগে ২২ শতক ও সাবেক ৫৪২৬ দাগে ১৪ শতক মোট ৩৬ শতক ভূমি মোসাঃ পতি র বরাবর হস্তাস্তর করিয়া দখল বুঝাইয়া দেন। এখানে বিশেষ ভাবে প্রকাশ থাকে যে, গন্দ্র ও মোহরচন্দ্র ভোগ দখলকার নিয়ত অবস্থায় বিগত ২৯/০৩/৫৯ ইং তারিখে ২৩৯০ নং দলিলমুলে সাবেক ৫৪৬ দাগে ২৬ শতক ভূমি বাদশা মিয়া পিতা-মুন্সি কদম আলীর বরাবর হস্তান্তর করিয়া দখল বুঝাইয়া দেন। ইহার ফলে এস.এ রেকর্ড আগত হইলে এস.এ ১৫৫ র্ন খতিয়ানের গগন চন্দ্র, অমর চন্দ্র, মোহর চাঁন ও খরিদার মোসাঃ রমিজা খাতুন এবং বাদমা মিয়ার নামে অণ্যাণ্য সহ-শরীকদের সহিত ইজমালিতে রেকড হয়। অতঃপর  নালিশী এস.এ রেকডীয় মালিক গগনের পুত্র মহেন্দ্র চন্দ্র ভোগ দখলকার নিয়ত অবস্থায় বিগত ২৬/১১/৫৭ ইং তারিখে ১৭৩৯০ নং সাবকবলা দলিল মূলে সাবেক ২৪২ দাগে ০.৪২ একক ও সাবেক ২৫৫ দাগে ০.৩৫ একর মোট ০.৭৭ একর ভূমি আব্দুল মজিদ দেওয়ান ও মোহাম্মদ ওয়াজেদ দেওয়ান উভয় পিতা-মৃত ===== আলী দেওয়ান এর বরাবর হস্তান্তর করিলে উক্ত নালিশী দলিলের বিরুদ্ধে মোঃ বাদশা মিয়া ও রাজিয়া খাতুন বিজ্ঞ ৬স্ঠ মুনসেফ আদালত ঢাকায় মিছ কেইছ নং ২৩৯/১৯৬০ নং মামলা আদেশ মূলে বিগত ১০/০৩/৬৪ ইং তারিখে সরজমিনে বাদী মোঃ বাদমা মিয়া ও রমিজার বরাবর দখল বুঝাইয়া দেন। 
২। যেহেতু নালিশী সম্পত্তি আর.এস ০৬ নং খতিয়ানে রেকড মূলে ও খরিদমূলে রমিজা খাতুন নালিশী সম্পত্তি ভোগদখলকার নিয়ত অবস্থায় দুই পুত্র মোঃ আখতারুজ্জামান ও মোসাঃ ফাতেমা বেগম হাজেরা বেগমকে রাখিয়া মৃত্যুবরণ করিলে তাহারা নালিশী ওয়ারিশ সূত্রে মালিক দখলকার নিয়ত হন। অতঃপর বাদশা মিয়া নালিশী সম্পত্তি ভোগ দখলকার নিয়ত অবস্থায় বিগত ২৫/০৯/১৯৮৫ ইং তারিখে ২১০৮০ নং এওয়াজ পরিবর্তন দলিল মূলে ০.৩৮৫০ একর মূলে ১ ও ২ নং বাদীর বরাবর হস্তান্তর করিয়া দখল বুঝাইয়া দেন। এমনি ভাবে বাদীগণ খরিদ ও মাতৃক সূত্রে নালিশী সম্পত্তি ভোগ দখলকার নিয়ত হন। 

ও বাদীগনের মাতা রমিজা খাতুন তা যেহেতু আদমা মিয়া ও বাদীগনের মাতা রমিজা খাতুন নালিশী সম্পত্তি 

সুনিল চন্দ্র 

 (মরন চন্দ্র) দাস ও জগদীশ চন্দ্র দাস উভয় পিতা- কালি চরণ দাস এর নামে এস.এ খতিয়ান শুদ্ধ ও সঠিক ভাবে লিপিবদ্ধ হয়। 
২। যেহেতু এস.এ ৯৮স নং খতিয়ানের ৮৭৭ নং দাগে ০.১৯ একর সম্পত্তি বাদীপক্ষের অনুকুলে প্রত্যর্পনের ডিক্রি পাওয়াই অত্র মোকদ্দমার বিষয়বস্তু। 
৩। যেহেতু নালিশী এস.এ ৯৮ নং খতিয়ানের সম্পত্তি জগদীশ চন্দ্র দাস ভোগ দখলকার 
নিয়ত অবস্থায বিগত ০৫/১২/৭৪ ইং তারিখে ৪২৫৬৮ নং দানপত্র দলিল মূলে আপন 
ভাই সুনিল চন্দ্র দাস ওরওফ মরন চন্দ্র দাস এর বরাবরে নালিশী সম্পত্তিসহ অন্যান্য 
১.০৫ একর সম্পত্তি হস্তান্তর করিয়া দখল বুঝাইয়া দেন। অতঃপর সুনিল চন্দ্র দাস 
পৈত্রিক ও দলিল মূলে নালিশী সম্পত্তি সহ অন্যান্য সম্পত্তিতে  ভোগ দখলকার নিয়ত
 অবস্থায় বিগত ০/১২/৭৮ ইং তারিখে ১১০২৬, ১১০২৭, ১১০২৮ নং সাব কবলা 
দলিল মূলে মোঃ হামিদ খান, পিতা-মৃত মোঃ আযমন খান ও তাহার স্ত্রী মোসাঃ মোসলেমা খাতুনের নিকট নালিশী দাগের সম্পত্তি বিক্রি করিয়া দখল বুঝাইয়া দেন। এখানে প্রকাশ থাকে যে, মোসাৎ মোসলেমা খাতুন মৃত্যুবরণ করিলে মোৎ হামিদ খান মালিক হইয়া নালিশী সাবেক ৮৭৭ দাগের সম্পত্তি ভোগ দখলকার  নিয়ত অবস্তায বিগত ১৯/৩/৭৯ ইং তারিখে ৩২৪১ নঙ এওয়াজ পরিবর্তন দলিল মূলে নালিশী সাবেক ৮৭৭ দাগে ০.৭০ একরের কাত ০.২৬ একর সম্পত্তি মোন্তাজ উদ্দিনের বরাবরে হস্তান্তর করেন। অতঃপর মোন্তাজ উদ্দিন খরিদ মূলে মালিক হইয়া ভোগ দখলকার নিয়ত অবস্থায় বিগত ৬/১/৯৭ ইং তারিখে ৬৫ নং এওয়াজ পরিবর্তন দলিল মূলে সাবেক ৮৭৭ নং দাগে হালে ১৩১৮ নং দাগে ০.৭০ একরের কাত ০.২৬ একর ভূমি মোৎ লুৎপর রহমান, পিতা-মৃত লেহাজ উদ্দিনের নিকট হস্তান্তর করে দখল বুঝাইয়া দেন। 
৪। যেহেতু নালিশী সম্পত্তি বাদীগণ ক্রয় সূত্রে মালিক হইয়া নিজ নিজ নামে নামজারী 
জমাভাগ করিয়া নিয়মিত কাজনাদি পরিশোধক্রমে দীর্ঘদিন যাবত বাড়ী-ঘর নির্মান করিয়া ভোগ দখল করিয়া আসিতেছে। নালিশী সম্পত্তি ভূলবশতঃ অর্পিত সম্পত্তির তালিকায় অন্তর্ভূক্ত হয়। উক্ত নালিশী সম্পত্তি কাইকে লঅজ প্রদান করা হয় নাই। সেহেতু নালিশী সম্পত্তি অর্পিত সম্পত্তি হওয়ার কোন কারণ নাই। তাই তাহার সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসাবে ভুলবশতঃ অন্তর্ভুক্ত হয়। 
৫। যেহেতু উক্ত সম্পত্তিতে সরকারের কোন স্বত্ত্ব, স্বার্থ নাই। বাদীপক্ষ উক্ত ক্রয় সূত্রে মালিক হইয়া দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসিতেছেন। নালিশী সম্পত্তি ভুলবশত: অর্পিত সম্পত্তির তালিকায় অন্তর্ভূক্ত হয়। উক্ত নালিশী সম্পত্তি কাউকে লীজ প্রদান করা হয় নাই। যেহেতু নালিশী সম্পত্তি অর্পিত সম্পত্তি হওয়ার কোন কারণ নাই। তাই নালিশী সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসাবে ভুলবশত: অন্তর্ভূক্ত হয়। 
৬। যেহেতু উক্ত সম্পত্তিতে সরকারের কোন স্বত্ব, স্বার্থ নাই। বাদীপক্ষ উক্ত সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হইয়া দীর্ঘ দিন যাবৎ বসত ঘর ও বিভিন্ন গাছপালা সৃজন করিয়া শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে নিয়ত আছেন। সেই কারণে নালিশী সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকা হইতে অবমুক্ত করা একান্ত আবশ্যক বিধায় বাদীপক্ষ অত্র মোকদ্দমা আনয়ন করিতে বাধ্য হইলেন। 
৭। যেহেতু বাদীপক্ষ বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাসিন্দা। বাদীর জাতীয় পরিচয় পত্র ও ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত আছে। 
৮। অত্র মোকদ্দমা দায়েরের প্রথম কারণ বিগত  ১৭/৯/১২  ইং তারিখে উদ্ভব হয় যখন গাজীপুর জেলার টঙ্গী থানাধীন  সাতাইশ মৌজায় অর্পিত সম্পত্তির তালিকায় ৫৯ নং ক্রমিকে ১৫৭৭ নং পৃষ্ঠায় নিু তফসিল বর্ণিত নালিশী সম্পত্তি অর্পিত সম্পত্তির ‘খ’ গেজেটভুক্ত হয়। দ্বিতীয় কারণ বিগত  ১/৭/২০১৩ ইং তারিখে অর্পিত সম্পত্তির ‘খ’ গেজেটে বাদী দেখিতে পায় উভয় কারণে হুজুরাদালতে মামলা রুজু করা হইল।  
অতএব, হুজুর দয়া করিয়া ন্যায় বিচারের স্বার্থে অত্র 
মোকদ্দমা গ্রহন করিয়া নিু তপসিল বর্ণিত সম্পত্তি 
এর প্রত্যর্পনের ৯(ক)(১) বিধান অনুসারে অবমুক্তির 
জন্য আদেশ প্রদানে সুবিচার করিতে মর্জি হয়। 

নালিশী জমির তপসিল
জেলা-গাজীপুর, থানা- . . . . . . . . . . . . . ., মৌজা- . . . . . . . . . . . . . .        স্থিত
খতিয়ান নং দাগনং জমির পরিমান গেজেটভুক্ত জমির পরিমাণ আবেদীত জমির পরিমান
এস.এ আর.এস এস.এ আর.এস

সত্যপাঠ
উপরোক্ত বিবরণ সম্পূর্ণ সত্য ও সঠিক। 



No comments:

Post a Comment